ইনসাইড বাংলাদেশ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া


প্রকাশ: 14/08/2023


Thumbnail

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। লিভারের জটিলতা থাকায় আগের মতোই এখনও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) বিএনপি সূত্রে জানা যায়, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ড। তবে, তিনি এখনও কেবিনে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শরীরে জ্বর নেই। কিন্তু লিভার জটিলতা পুরোপুরি সমাধান হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সিদ্ধান্ত হবে- আর কতদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আমি ঘণ্টাখানিক আগে খোঁজ নিয়ে জেনেছি, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তিনি কেবিনে আছেন। সার্বক্ষণিক চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম আগের মতোই আছেন। তবে, হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭