ওয়ার্ল্ড ইনসাইড

মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামায়াতে ইসলামী পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান


প্রকাশ: 15/08/2023


Thumbnail

আগামী ১৬ আগস্ট (বুধবার) বিকেল ৩টায় অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) কর্তৃক আয়োজিত ‘যুক্তরাষ্ট্র এবং জামায়াতে ইসলামী পরিস্থতি নিয়ে বাংলাদেশের অবস্থান’ বিষয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি জামায়াতে ইসলামীর কিছুটা পুনর্জীবিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার সম্পর্ক নিয়ে ২০২৪ সালের আসন্ন নির্বাচনের গতিপথ কোথায় যাচ্ছে সে বিষয়ে যে সব প্রশ্ন সাম্প্রতিককালে উঠে এসেছে সে সব বিষয়ে আলোচনা করা হবে।

পুরো অধিবেশনটি পরিচালনা কবেন (ওআরএফ)’র সহযোগী, ‘কবির তানেজা

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা স্থাপত্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। মিঃ ক্লিফোর্ড স্মিথের সাথে অনুষ্ঠিতব্য এই ইভেন্টটি বাংলাদেশের রাজনীতির আঞ্চলিক এবং আন্তর্জাতিক পদ্ধতিগুলির উপর আলোকপাত করবে এবং কীভাবে এই উন্নয়নগুলোকে আমেরিকান দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় সে বিষয়ে আরও নির্দিষ্টভাবে আলোচনা করবে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন, ক্লিফোর্ড স্মিথ (ওয়াশিংটন প্রকল্প পরিচালক, মধ্যপ্রাচ্য ফোরাম, মার্কিন যুক্তরাষ্ট্র) এবং কবির তানেজা (সহযোগী, ওআরএফ)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭