ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণ, মৃতের সংখ্যা বেড়ে ৫০


প্রকাশ: 15/08/2023


Thumbnail

ভারতের হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিজনিত দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকাল পর্যন্ত ৪১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কয়েকদিন ধরে টানা ভারি বর্ষণে হিমাচল প্রদেশের বিপাশা নদীর পানি দুকূল উপচে আশেপাশের এলাকা প্লাবিত করে। মান্ডি শহরে একটি মন্দির বন্যার পানিতে প্রায় ডুবে গেছে। যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। বলেছেন, এখনো ২০ জনের বেশি মানুষ চাপা পড়ে আছে বা নিখোঁজ রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রাভীন ভারদ্বাজ বলেন, “আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন। কিন্তু যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই তাদের জীবিত উদ্ধারের আশা আমরা হারিয়ে ফেলতে শুরু করেছি,”।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্টে লেখেন, “গত ৪৮ ঘণ্টা ধরে বিরতিহীন বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশে আবারও মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি এসব মৃত্যুর কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া আশ্বাসও দিয়েছেন তিনি।

এর আগে তিনি দুটি পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছিলেন। সোমবার দুপুররাত দেড়টার দিকে রাজ্যটির সোলন জেলায় হঠাৎ বজ্রসহ অতি ভারি বৃষ্টির কারণে সৃষ্ট হড়কা বানে জাডোন গ্রামে সাতজনের মৃত্যু হয়েছে।

একইদিন শিমলা শহরের সামার হিল এলাকায় ভূমিধসে একটি শিব মন্দির ভেঙে পড়ে। এতে অন্তত নয়জনের মৃত্যু হয়।

শিমলার ডিসি আদিত্য নেগি বার্তা সংস্থা পিটিআইকে জানান, শিমলা শহরে ভূমিধ্বসের দুটি ঘটনা ঘটেছে। এতে ১৫ থেকে ২০ জন মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট মহকুমার মামলাই গ্রামে ভারি বৃষ্টির পর হড়কা বানে ভেসে যাওয়া ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জাডোনে পানির তোড়ে দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে। জাডোনে নিহতদের মধ্যে তিনজন কিশোর বয়সী ও একজন শিশু।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর সোমাবার জানায়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে হিমাচল প্রদেশ ও পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে নতুন করে ভারি বৃষ্টি হচ্ছে।

আরও বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়ে হিমাচল প্রদেশের আবহাওয়া বিভাগ সোমবার শিমলা, কুল্লু, মানডিসহ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। পুরো রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

হড়কা বানে জাডোনমুখি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রথমে চারটি মৃতদেহ উদ্ধার করেন। পরে ধ্বংসস্তূপ থেকে এক বালিকার মৃতদেহ উদ্ধার করেন।

শিমলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি গাছ উপড়ে পড়েছে। এক মাইক্রোবাসের ওপর একটি গাছ পড়ে অন্তত একজন আহত হয়েছেন।

একইদিন হিমাচল প্রদেশের প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টির মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর প্রতিরক্ষা কলেজের একটি ভবন ধসে পড়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাতে ভারতের রাজ্যগুলোর মধ্যে হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা, ভূমিধস ও অন্যান্য ঘটনায় এ পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৯০ জন এবং ৩২ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৪ জুন থেকে শুরু হওয়া এসব প্রাকৃতিক দুর্যোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সাত হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে রোববার সরকারি এক হিসাবে বলা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭