ইনসাইড ওয়েদার

বৃষ্টি কমবে, বাড়বে গরম


প্রকাশ: 16/08/2023


Thumbnail

রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি কিছুটা কমতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৬ আগস্ট) সকালে আগামী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ দেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বিকেল থেকে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সামগ্রিকভাবে বৃষ্টি কমলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি একটু বেশি হতে পারে।

গতকাল মঙ্গলবার ঢাকায় সকালের দিকে বৃষ্টি ছিল না, ফলে গরম বেড়ে যায়; দুপুরের পর আবার বৃষ্টি হলে গরম কিছুটা কমে যায়।

গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার। আর দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭