ইনসাইড বাংলাদেশ

সতর্কতার মধ্যেও হ্যাকিংয়ের শিকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান


প্রকাশ: 16/08/2023


Thumbnail

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয় ভারতীয় হ্যাকাররা। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করে সার্ট। তবে এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে ডেটা ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁস হয়েছে। প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশনে।

আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট, ব্যাংক ওয়েবসাইট। হ্যাক হলেও কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো উদ্ধার করা হয়েছে।

এছাড়া সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন, জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটসহ আরও বেশকিছু ওয়েবসাইট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭