ওয়ার্ল্ড ইনসাইড

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে চায় ভারত। তবে সাময়িক ভাবে ভেটো দেওয়ার ক্ষমতা ছাড়াই সদস্য হতে চায় তারা।

মঙ্গলবার কাউন্সিলের সংস্কার নিয়ে আলোচনায় বসে জি ফোর’র ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন (আইজিএন)। বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন ভেটো ক্ষমতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, "পরিষদের সংস্কার করতে গিয়ে হয়তো আমাদের সেই ক্ষমতা দেওয়া হবে না।"

বহুদিন ধরেই দিল্লি এই সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সদস্যপদ পাওয়ার জন্য তারা ব্রাজিল, জার্মানি এবং জাপানকে নিয়ে ‘জি ফোর’ নামে একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করেছে। এতে জি ফোর-ভুক্ত দেশগুলো স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে একে অপরের দাবিকে সমর্থন করবে বলে চুক্তিবদ্ধ।

জাতিসংঘ গঠনের ৭০ বছরের মধ্যে বিশ্বের ক্ষমতার সমীকরণের ব্যাপক তারতম্য ঘটেছে। সেই প্রতিফলন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে দেখা যাওয়া উচিত এমন যুক্তিতে ভারত এই প্রস্তাব করে।

জি ফোর- কে প্রস্তাব দেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নয় বরং অস্থায়ী সদস্য হওয়ার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। যদিও তা খারিজ করেছেন আকবরউদ্দিন।

এদিকে, ভারত যাতে সদস্যপদ না পায় তার জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ না বাড়াতে ইউনাইটিং ফর কনসেনসাস (ইউএফসি) নামে ১৩ দেশের গোষ্ঠী গড়েছে তারা। প্রধানত ইউএফসি`র পক্ষ থেকেই মেয়াদ আরও বাড়িয়ে নির্বাচিত সদস্য করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং রাশিয়া ভেটো প্রয়োগের ক্ষমতা ভোগ করে। পরিষদে পাঁচ স্থায়ী সদস্য দেশ ছাড়াও নামের আদ্যক্ষর অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে আরও ১০ দেশ দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের সদস্যপদ পায়। তবে এই দেশগুলোর ভেটো ক্ষমতা থাকে না।


বাংলা ইন্সাইডার/এসএফ/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭