ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারের জেডখনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩২


প্রকাশ: 17/08/2023


Thumbnail

মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে গত রবিবার একটি পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। মিয়ানমারের সেই পাথর খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বর্তমানে বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রচালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, সেখানে একটি বালির পাহাড় ধসে পাশের একটি হ্রদের জল বেড়ে গেছে এবং এর ফলে খনির শ্রমিকরা আটকা পড়েছেন।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ধসে যাওয়া মাটির পাহাড়টির উচ্চতা ছিল প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার। তীব্র বৃষ্টিপাতের ফলে সেটি আলগা হয়ে গিয়ে ধসে পড়ে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে সবাই পুরুষ। তাদের সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে জেড মাইনিং বেশ লাভজনক একটি ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই শিল্পটি বেশ ঘন ঘন শ্রমিকের মৃত্যুতে জর্জরিত। ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭