ইনসাইড বাংলাদেশ

টেলিফোনে তারেক ভাষণ দিতেন সোহরাওয়ার্দী উদ্যানে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/03/2018


Thumbnail

তিনটি কারণে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি পুলিশ। আজ ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করার অনুমতি চেয়েছিল। বেগম জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু জননিরাপত্তার স্বার্থে, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র গুলো বলছে, তিনটি কারণে পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি। প্রথমত এই সমাবেশে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার টেলিফোনে ভাষণ দেওয়ার কথা ছিল। একাধিক গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তারেক জিয়ার কোনো বক্তব্য বাংলাদেশে প্রচারের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। এই ভাষণ উত্তেজনা সৃষ্টি করে জননিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আইন প্রয়োগকারী সংস্থা মনে করছে। দ্বিতীয়ত, এই জনসভায় যোগ দিতে আসবেন অনেক পলাতক আসামি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা আছে। এদের গ্রেপ্তারের উদ্যোগ নিলেই সহিংস পরিস্থিতির সৃষ্টি হতো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো। তৃতীয়ত, ১২ মার্চ কর্ম দিবস। এই দিন এধরনের জনসভায় জনদুর্ভোগ হবার আশঙ্কা রয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা মনে করেছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭