ওয়ার্ল্ড ইনসাইড

তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া


প্রকাশ: 19/08/2023


Thumbnail

সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে তাইওয়ানের ওপর বেশ চটেছে চীন। এর পরপরই তাইওয়ানের চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। খবর সিএনএন এর।

চীনের পিপল'স লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, তাইওয়ানের চারপাশে তারা যৌথ নৌ ও আকাশ পথে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণে নেওয়া ও যুদ্ধের সক্ষমতা যাচাই করতে এ সামরিক মহড়া করছে চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াতে ইস্টার্ন কমান্ডের মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করার পরীক্ষা এটি। এ মহড়া তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি উপাদন এবং তাদের উস্কানির জন্য একটি কড়া সতর্কবার্তা।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে, এ মহড়ায় চীনের সেনা, যুদ্ধবিমান এবং জাহাজ অংশ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রসজ্জিত জাহাজ, যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছে এবং তাইওয়ান ঘিরে মহড়া চালাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭