ইনসাইড বাংলাদেশ

সৌদির আজীবন মেহমান হবেন খালেদা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/03/2018


Thumbnail

বেগম খালেদা জিয়াকে সৌদি আরব নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি। একাধিক সূত্র বলেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ. এম. আল মুস্তারী বিএনপি মহাসচিবকে এই প্রস্তাব দিয়েছেন। সৌদি ক্রাউন প্রিন্স সালমান ব্যক্তিগত ভাবে বেগম জিয়াকে ‘যতদিন খুশি ততদিন’ সৌদি আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। ক্রাউন প্রিন্সের এই বার্তা সৌদি আরবের রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবকে জানিয়েছে।

একাধিক সূত্র বলছে, বিএনপি রাজি হলে, সৌদি সরকার এই প্রস্তাবটি আনুষ্ঠানিক ভাবে সরকারের কাছে পেশ করবে। সৌদি রাষ্ট্রদূতকে অবশ্য মির্জা ফখরুল হ্যাঁ-না কিছুই বলেননি। তিনি বলেছেন ‘বিষয়টি স্পর্শকাতর। এব্যাপারে বেগম জিয়াই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ বিএনপি মহাসচিব জানতে চেয়েছেন কোন প্রক্রিয়ায় তাঁকে (বেগম খালেদা জিয়াকে) সৌদি আরব নেওয়া হবে।’ জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেছেন এটা তাদের বিষয়।

উল্লেখ্য জিয়া অরফানেজ মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বেগম জিয়া এখন কারাগারে রয়েছে। বেগম জিয়ার পরিবার তাঁকে ‘শর্ত সাপেক্ষে’ বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরকম সময় সৌদি আরব বেগম জিয়াকে ‘আজীবন’ মেহমান রাখার প্রস্তাব দিলো। উল্লেখ্য, সৌদি আরবে বেগম জিয়ার বিপুল বিনিয়োগ রয়েছে। মুচলেকা দিয়ে তিনি ওই অর্থ বৈধ করেছেন।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭