ওয়ার্ল্ড ইনসাইড

মেক্সিকোতে শক্তিশালী ‘হিলারি’র আঘাত


প্রকাশ: 21/08/2023


Thumbnail

মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হিলারি’। এতে পানিতে ভেসে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) সকালে মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হানে হারিকেন ‘হিলারি’।

হারিকেনটির প্রভাভে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। রাজ্যের গভর্নর ও লস অ্যান্জেলেস সিটি মেয়র জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে এই ঘূর্ণিঝড় ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭