ইনসাইড বাংলাদেশ

প্রমাণ হলো বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করেনা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/03/2018


Thumbnail

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির নেতারা বলে বেড়িয়েছেন বেগম জিয়ার দণ্ড ও জামিনের বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে। তবে আজ প্রমাণ হলো বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করে না।

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার বেলা আড়াইটার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেগম জিয়ার জামিন আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পৌনে তিনটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জামিন অর্ডার জেলখানায় যাওয়ার পরই বেগম জিয়া মুক্তি পাবেন।

মামলার পরবর্তী করণীয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন পরবর্তী করণীয় ঠিক করবে। তারা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে সরকারকে বিষয়টি অবহিত করতে পারে। কিন্তু সরকারের এখানে করার কিছু নেই।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭