ইনসাইড এডুকেশন

পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারদের আল্টিমেটাম


প্রকাশ: 21/08/2023


Thumbnail

সহকারী অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক ও প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে আগামী ৩১ আগস্টের মধ্যে পদোন্নতি না দিলে সারাদেশে কর্মবিরতি পালন করবেন শিক্ষা ক্যাডাররা। 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যাসহ সমিতির নেতারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এই আল্টিমেটাম দিয়েছেন। পদোন্নতির দাবিতে একটি স্মারকলিপি শিক্ষাসচিবের হাতে তুলে দেন তারা।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষাব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি হলেও দীর্ঘ সময়েও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। এই ক্যাডারদের উদ্দেশ্যমূলকভাবে অধিকারবঞ্চিত করা হয়েছে। গত জানুয়ারিতে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছি। কিন্তু ৮ মাসেও এসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পদোন্নতির সকল যোগ্যতা অর্জিত হওয়া সত্ত্বেও সহকারী অধ্যাপক পর্যায়ে প্রায় ৩০০০ জন এবং প্রভাষক পর্যায়ে প্রায় ২৫০০ জন কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় আছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পদোন্নতি প্রক্রিয়া চালু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা ক্ষোভে ফুঁসছেন।’

মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে পদোন্নতি যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি নিশ্চিত করতে হবে। এর ব্যতয় হলে ৮ সেপ্টেম্বর সমিতির সাধারণ সভা থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।’ 

তিনি বলেন, ‘পদোন্নতি দেওয়া না হলে সারাদেশে কর্মবিরতি পালন করবেন শিক্ষা ক্যাডাররা।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭