ইনসাইড বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার


প্রকাশ: 22/08/2023


Thumbnail

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি হলের আবাসিক আট কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল নয়টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হয়েছে।

গত ২০ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পাশে আমবাগানে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মীরা। একপর্যায়ে এক কর্মী আরেক কর্মীকে ছুরিকাঘাত করেন। এরই রেশ ধরে কয়েকদফায় চতুর্মুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মীরা। এতে অন্তত পাঁচজন আহত হন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭