ইনসাইড গ্রাউন্ড

ঘুরে দাড়িয়ে আবারো ধস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

২ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলার শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ৫৯ রান যোগ করতেই আরো ৪ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মুশফিক বাহিনী। তবে সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়ে ডুবতে থাকা বাংলাদেশের জাহাজকে তীরের পথ দেখান মুশফিক ও মিরাজ। সপ্তম উইকেটে এই দু’ব্যাটসম্যান তোলে ১০৬ রান।

ব্যক্তিগত ৪১ রানে যখন মিরাজ আউট হন ততক্ষণে ফলোঅন এড়িয়েছে টাইগারেরা। মিরাজের পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলকে একাই টেনে নিচ্ছেন ক্যাপ্টেন মুশফিকুর রহিম। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৭ রান। ব্যাটিং করছেন মুশফিকুর রহিম (৮৪) ও  শুভাশিষ রায় (০)।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪৯৪ রানের জবাবে উদ্বোধনী জুটিতে তামিম ও সৌম্য ভাল কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিনের শেষ সময়ে উদ্বোধনী উইকেটে ১১৮ রান তুলে তামিম (৫৭) সাজঘরে ফেরত গেলে ব্যাটিংয়ে আসে মমিনুল। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৭ রান করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে নিজের উইকেট খোয়ান তিনি।

তৃতীয় দিনের শুরুতে আগের দিনের ৬৬ রানের সাথে মাত্র ৫ রান যোগ করে ৭১ রানে আউট হন সৌম্য। সৌম্য আউটের পরে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। মারমুখী ব্যাটিং করে ১৯ বলে ২৩ রান করে সান্দাকানের একটি ওয়াইড বল মারতে যেয়ে আউট হন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।

সাকিবের আউটের পরে ব্যাটিংয়ে নেমে আসা মাহমুদউল্লাহও বেশিক্ষণ টিকেতে পারেনি। লাহিরু কুমারার এই সোজা বলের লাইন মিস করলে বোল্ড হতে হয় এই ব্যাটসম্যানের। ৮ রানে  মাহমুদউল্লাহ আউট হয়ে সাজঘরে ফিরলে ব্যাট করতে আসা লিটনও নিজের উইকেট বিলিয়ে যান।

লিটন ফেরার পর ব্যাট হাতে শ্রীলঙ্কান বোলারদের মোকাবিলা করতে নামেন মেহেদী হাসান মিরাজ। সেই সময়ে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর রহিমের সাথে ১০৬ রানের জুটি গড়েন মিরাজ। সেই বিপর্যয় সামাল দিয়ে খেলেন ৪১ রানের ইনিংস।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭