কালার ইনসাইড

কটাক্ষের মুখে রজনীকান্ত


প্রকাশ: 22/08/2023


Thumbnail

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। দুর্দান্ত অভিনয়ে যিনি বরাবরই পর্দা মাতান। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করে কটাক্ষের মুখে পড়েছেন এই তারকা। খ্যাতিমান অভিনেতার এমন আচরণে রীতিমতো হতবাক নেটিজেনরা। বেশ কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রজনীকান্ত।

লখনৌ থেকে চেন্নাইতে ফেরার পর বিমানবন্দরে এক সাক্ষাৎকারে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, সন্ন্যাসী বা যোগীকে সবসময়ই পা ছুঁয়ে প্রণাম করি। সে ছোট বা বড় হোক কিংবা যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, এভাবেই তাকে সম্মান করি আমি।

জানা গেছে, দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মূলত সিনেমাটির প্রচারের কাজেই লখনৌতে গিয়েছিলেন তিনি। এরপর গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি যান রজনীকান্ত। সেখানে পা ছুঁয়ে আদিত্যনাথকে প্রণাম করেন দক্ষিণের এই সুপারস্টার।

আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আক্রমণের শিকার হন রজনীকান্ত। রীতিমতো অভিনেতাকে কড়া সমালোচনায় ভাসান তারা।

প্রসঙ্গত, ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্তের সিনেমা ‘জেলার’। এটি নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার। সিনেমা মুক্তির ১০ দিনের মাথায় এটি আয় করেছে ৪৭৪ কোটি রুপি ( যা বাংলাদেশি মুদ্রায় ৬২২ কোটি ২৬ লাখ টাকার বেশি )। রজনীকান্ত ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন, মোহনলাল, জ্যাকি শ্রফ, তামান্না ভাটিয়া, রামায়্যা, যোগী বাবু প্রমুখ।

সূত্র : আনন্দবাজার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭