ওয়ার্ল্ড ইনসাইড

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করলেন মমতা


প্রকাশ: 23/08/2023


Thumbnail

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং আর কোনো ছোটখাটো সমস্যা নয়। এর ভয়াবহতা আর কেউ না বুঝুক মুখ্যমন্ত্রী মমতা বুঝেছেন। আর একারণেই এই র‍্যাগিং বন্ধ করতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এখন থেকে কোনো শিক্ষার্থী পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হলে ১৮০০৩৪৫৫৬৭৮ এই নম্বরে ফোন দিয়ে অভিযোগ করতে পারবে।

প্রয়োজনে তার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে এই সার্ভিস চালু হয়েছে।

উল্লেখ্য, র‍্যাগিংয়ের কারণে গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পরে মৃত্যু হয় প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। শুধুমাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর ক্ষেত্রেই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নবাগত ছাত্রদের সঙ্গেই র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে বারবার।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের দূর্গা পূজা কমিটিগুলোর বৈঠক ছিল। ওই বৈঠক থেকেই এই হেল্প লাইনের নম্বরটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭