ইনসাইড বাংলাদেশ

কার ফোনে উতলা ফখরুল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/03/2018


Thumbnail

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন চলছে। বিএনপি মহাসচিবও উপস্থিত। বিএনপির যুগ্মমহাসচিব সংবাদ সম্মেলনের জন্য লিখিত বক্তব্য তৈরি করেছেন। সেটি রিজভী দিলেন দলের মহাসচিবকে। মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা কর্মসূচি ঠিক করছিলেন। একটি বিক্ষোভ মিছিল করার কর্মসূচি চূড়ান্ত হচ্ছিল। হঠাৎই বিএনপি মহাসচিবের ফোন বেজে উঠল। সংবাদ সম্মেলনের পয়েন্ট নোট করতে ব্যস্ত বিএনপির মহাসচিব ফোনটা ধরলেন না। দুমিনিট পর আবার ফোন বেজে উঠল। এবার তিনি ভালো করে তাকিয়ে ফোনটা ধরলেন। ধরেই তিনি একাকী স্থান খুঁজলেন। চারপাশে নেতাকর্মীদের ভিড়। উপায় না দেখে টয়লেটের ঢুকে গেলেন বিএনপি মহাসচিব। বেরিয়ে এসে বললেন, ‘বিক্ষোভ আপাতত থাক ; আমরা আরেকটা জনসভার তারিখ দেই।‘ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ জানতে চাইলেন, ‘কার ফোন?’ মির্জা ফখরুল ব্যস্ততার ভঙ্গিতে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। সবাই বুঝলো এটা তারেক জিয়ার ফোন না। কারণ, তারেক জিয়া ফোন করলে স্পিকার অন করেই কথা বলেন ফখরুল। ইদানিং এই ফোন বাড়ছে ফখরুলের। মিটিং এর মাঝখানে ফোন বাজলেই উতলা হয়ে উঠেন তিনি। একান্তে কথা বলার জন্য ছটফট করেন। দলের মধ্যে ফিসফাস, সরকারি লোকজন ফোন করে। কিন্তু মির্জা ফখরুল এ ব্যপারে একেবারে নীরব।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭