কালার ইনসাইড

চমকের শুটিং করতে কোনো বাধা নেই: নাসিম


প্রকাশ: 23/08/2023


Thumbnail

চমক অবশ্যই শুটিং করতে পারবে। তার শুটিং করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। নাসিম বলেন, চমককে নিষেধাজ্ঞা দেয়ার এখতিয়ার ডিরেক্টরস গিল্ডের নেই। নিষেধাজ্ঞা দিতে পারবে শুধু অভিনয় শিল্পী সংঘ।
 
এর আগে ২২ আগস্ট (মঙ্গলবার) ভোরে ফেসবুক লাইভে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এ সময় তিনি বলেন, ‘অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন। আমি শুটিং করতে যাচ্ছি।’

চমক আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামত অনুযায়ী আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলছে। কতিপয় মানুষের ব্যক্তিগত আক্রোশের কারণে একজন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার মানে হয় না।’
 
অভিনয় শিল্পী সংঘের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডিরেক্টরস গিল্ডের সংবাদ সম্মেলনের তথ্যানুযায়ী চমকের বিষয়ে টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড এবং অভিনয় শিল্পী সংঘ আন্তঃসাংগঠনিক মিটিং করে। আর সেখানেই সব বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চমককে নিষিদ্ধ করার বিষয়টিও ছিল। তবে নিষেধাজ্ঞা দেয়া হলে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকটি আটকে যেত। এ ছাড়া চমক সকল সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের ভুল অনুধাবন করে অনুতপ্ত হয়েছে এবং আমরা যে শাস্তি তাকে দিয়েছি সে তা মাথা পেতে নিয়েছে। সবচেয়ে বড় কথা, প্রযোজক পরিচালক সহশিল্পীদ্বয় যারা অভিযোগ করেছেন তারা সবাই এ সিদ্ধান্তে সন্তুষ্ট। প্রযোজক আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন। পরিচালক তার নাটক শেষ করতে পারছেন এবং সহশিল্পীরাও চমকের অনুতপ্ত হওয়া ও দুঃখ প্রকাশ করাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
 
এ ছাড়া চমকের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার আগে তিন সংঠনের শীর্ষ নেতারা মিটিং থেকে বের হয়ে টেলিপ্যাব অফিসে আলাদাভাবে বসে অভিযোগকারী সবার সঙ্গে কথা বলেন। তাদের প্রত্যাশিত চাওয়াসমূহ আমলে নিয়ে যৌক্তিকতা, বাস্তবতা ও কার্যকারিতার কথা বিবেচনা করে যে ৪টি সাংগঠনিক সিদ্ধান্তগুলো চূড়ান্ত করেন।
 
এই অভিযোগগুলো নিজ হাতে লিখেছেন ডিরেক্টরস গিল্ডের অভিযোগ উপকমিটির আহ্বায়ক, গিল্ডের সহসভাপতি আশরাফুল আলম রন্টু এবং টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান। পরে একে একে চারটি পয়েন্ট স্পষ্টভাবে পুনরায় পড়ে শোনানোর পর তা ঘোষণার জন্য সবাই মিটিংরুমে বসেন।
 
টেলিপ্যাব সভাপতি এবং সভার সভাপতি গৃহীত সিদ্ধান্তগুলো যখন ঘোষণা করেন, ‘তখন হঠাৎ করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক বলে ওঠেন: আমি আমার ইসির সঙ্গে কথা বলেছি, ইসি মানছে না, চমককে নিষিদ্ধও করতে হবে। তিন সংগঠনের মিটিংয়ে যেহেতু টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ গৃহীত সিদ্ধান্তের সঙ্গে একমত, তাই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেও এই সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হয়।’

প্রসঙ্গত গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭