ওয়ার্ল্ড ইনসাইড

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাবে ভারত!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/03/2017


Thumbnail

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও অনেক। এবার ভারতে থাকা এসব বাংলাদেশিদের বিরুদ্ধে অবস্থান করবে দেশটি।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কিছু নির্দেশ জারি করেছে। যার ফলে ফের সামনে চলে এসেছে ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের কথা।

২০১২ এবং ২০১৪ সালে আসামে বড় রকমের জাতি হিংসার ঘটনার ফলে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যাকে দায়ী করা হয়েছিল।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কিছু নির্দেশ জারি করেছে। যার ফলে ফের সামনে চলে এসেছে ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের কথা।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আসামে বসবাসকারী বৈধ নাগরিকদের চিহ্নিত করতে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেনস বা এনআরসি’র আপডেটেশনের কাজ শেষ করতে হবে। এ নিয়ে ১৯ এপ্রিল আবারো শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।



সুপ্রিম কোর্ট এনআরসি’র তালিকার আপডেটেশনের কাজের নির্দেশ দেয়া হয়েছিল এবং নজরদারির জন্য হাইকোর্টের তিন প্রাক্তন বিচারপতিকে একটি বেঞ্চও তৈরি করে দেয়া হয়েছিল। এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি আফতাব এইচ সাইকিয়া।

এরপর সুপ্রিম কোর্ট এই মামলার প্রেক্ষিতে বলেছেন, যত লোকই লাগুক অতি দ্রুত বৈধ নাগরিকদের চিহ্নিত করার কাজ শেষ করতে হবে। প্রয়োজন পড়লে এনআরসি’র কাজে আরো বেশি করে কর্মী নিয়োগের নির্দেশও দিয়েছেন আদালত।

সেই সঙ্গে, আসামে উন্মুক্ত হয়ে থাকা ভারত-বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ অতি সত্বর শুরু করতেও নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস পাটওয়ালিয়া বলেন, “টেন্ডার-এর প্রক্রিয়া শেষ হয়েছে এবং একটি সংস্থাকে কাজের দায়িত্বও দেওয়া হয়েছে। কিন্তু, জমি অধিগ্রহণের জন্য ২.৯৬ কোটি টাকা চেয়েছে আসাম সরকার। এই নিয়ে ১০ মার্চ কেন্দ্র বৈঠকে বসে বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা হলেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু হবে।“


বাংলা ইনসাইডার/আরএস/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭