কালার ইনসাইড

১৭ বছর পর পরিচালনায় ফিরলেন নাসিরুদ্দিন শাহ


প্রকাশ: 26/08/2023


Thumbnail

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে প্রায় ১৭ বছর পর পরিচালনায় ফিরছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবির নাম 'ম্যান ওম্যান ম্যান ওম্যান'।

শুক্রবার (২৫ আগস্ট) ইউটিউবে মুক্তি পায় ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’। নাসিরুদ্দিন শাহের বড় ছেলে ইমাদ এই প্রকল্পে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।

এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রকাশ পেয়েছে ইউটিউবে। ছবিতে  প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ, রত্না পাঠক শাহ, ভিভান শাহ এবং তরুণ ধনরাজগীর।

এদিকে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) নাসিরুদ্দিন শাহের বহু চৰ্চিত বান্ধবী সাবা আজাদ 'ম্যান ওম্যান ম্যান ওম্যান'-এর ট্রেলার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে লিখেন, যখন 'ম্যান ওম্যান ম্যান ওম্যান' সুন্দর উপায়ে একত্রিত হয় তখন কী হয়?

তিনি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ'র প্রশংসা করে লিখেন, নাসির স্যারের পরিচালনায় কী দুর্দান্ত অভিষেক! এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭