ওয়ার্ল্ড ইনসাইড

প্রিগোজিনের বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার


প্রকাশ: 26/08/2023


Thumbnail

রাশিয়া ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে বহনকারী বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। এছাড়া প্লেন বিধ্বস্তের স্থান থেকে ১০টি মরদেহও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহগুলো শনাক্ত করতে জেনেটিক পরীক্ষা করা হচ্ছে।

গত বুধবার মস্কোর অদূরে প্লেনটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বোমা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে, এমন জল্পনাও ডালপালা মেলেছে।

কিন্তু ক্রেমলিন প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল, এমন দাবী ‘পুরোপুরি মিথ্যা’ বলে বিবিসিকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

এক সময় পুতিনের খুবই ঘনিষ্ঠজনদের একজন ছিলেন প্রিগোজিন। বছরের পর বছর ধরে প্রিগোজিনের সেবা পেয়েছেন পুতিন। কিন্তু তাদের সেই সম্পর্ক টুটে যায় গত জুনে প্রিগোজিনের নেতৃত্বে কয়েক হাজার ওয়াগনার যোদ্ধার বিদ্রোহের মধ্য দিয়ে।

প্রিগোজিনের সেই বিদ্রোহকে পুতিন ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে ওইদিনই প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তি করেন তিনি। ওই চুক্তি অনুযায়ী, প্রিগোজিনকে শর্ত দেওয়া হয় তাকে তার সেনাদের নিয়ে বেলারুশে চলে যেতে হবে।

যদিও ওই সময় মনে হয়েছিল পুতিন প্রিগোজিনকে ক্ষমা করে দিয়েছেন। তবে অনেকে বলেছিলেন, পুতিন কখনো তাকে ক্ষমা করবেন না।

এদিকে বুধবার প্লেন দুর্ঘটনা ঘটলেও, প্রায় ২৪ ঘণ্টা এ নিয়ে কোনো কথা বলেননি পুতিন। অবশেষে নিজের নিরবতা ভেঙে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ওই বক্তব্যে পুতিন বলেন, প্রিগোজিন খুবই বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ছিলেন। কিন্তু সঙ্গে তিনি অনেক ভুলও করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭