ইনসাইড গ্রাউন্ড

তামিমকে নিয়ে যা বললেন অধিনায়ক সাকিব


প্রকাশ: 26/08/2023


Thumbnail

তামিম ইকবাল ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পর সাকিবকে অধিনায়ক করার বিষয়টা আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। দ্বিতীয় দফায় অধিনায়ক হিসেবে এবার সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। আর সেই লক্ষ্যে শ্রীলঙ্কায় পাড়ি দেওয়ার আগে শনিবার (২৬ আগস্ট) সংবাদকর্মীদের মুখোমুখি হন টাইগার অধিনায়ক।

ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পাওয়া দলকে কতোটা ভোগাবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে দলকে তারা কতটুকু দিতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগে। সেগুলো শেয়ার করলে, বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।’ 

এক তামিম ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তানজিদ তামিম। জুনিয়র এই তামিমকে নিয়ে বেশ আশাবাদ প্রাকাশ করেছেন সাকিব।

'‘আমি অনেক আশাবাদী। শুধু আমি না, পুরো টিমই আশাবাদী যে, ও অনেক ভালো করবে। এমন না যে ও কয়েক ম্যাচ ভালো করলেই অনেক ভালো হয়ে যাবে, আবার এমনও না যে এই কয়েক ম্যাচ খারাপ খেললে ও খারাপ হয়ে যাবে। তবে এখানে ভালো করলে সেটা কাজে দেবে।’

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন সাকিব। বলেন, ‘দেখুন, আমি রাইভালরিতে অত বিশ্বাস করি না। তবে হ্যাঁ, শেষ কয়েক ম্যাচ দুই দলই অনেক প্রতিযোগিতাপূর্ণভাবে খেলেছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭