ইনসাইড বাংলাদেশ

২৪ ঘন্টার মধ্যে সংবাদকর্মীকে হত্যার হুমকি


প্রকাশ: 27/08/2023


Thumbnail

নীলফামারীতে সংবাদকর্মী আব্দুর রশিদ শাহকে (৩৮) ২৪ ঘন্টার মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আব্দুর রশিদ শাহ নীলফামারী পৌরসভার মধ্য হাড়োয়া এলাকার ছাবের আলী শাহ’র ছেলে। বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ নীলফামারী প্রতিনিধি।

 

এ ঘটনায় রোববার (২৬ আগষ্ট) রাত ১২টায়  নীলফামারী সদর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন‌ সংবাদকর্মী আব্দুর রশিদ শাহ।

ভুক্তভোগী সংবাদকর্মী আব্দুর রশিদ শাহ জানান, 'রোববার রাত ৮ টা ৫২ মিনিটের দিকে তার মোবাইলে ০১৭৫৫০১৯১৭১৭ নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করার পর অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, আপনি শাকিল নাকি, তখন আমি বলি যে, আমার নাম শাকিল না। পুনরায় আমাকে শাকিলের কথা জিজ্ঞাস করলে আমি তাকে বলি যে, আমি শাকিল না, আপনার মনে হয় ফোন নম্বরটি ভুল হয়েছে। তখন অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। অজ্ঞাত ওই ব্যক্তি আমাকে হুমকি দিতে থাকেন। বলেন ২৪ ঘন্টার মধ্যে তোকে খুন করে ফেলব। কেউ তোকে বাচাঁতে পারবে না।'

তিনি বলেন, 'এরপর আমাকে নীলফামারীর টিটিসির ওখানে যেতে বলে। আমি আমার বন্ধু মিজানুরসহ সেখানে যাই। এরপর রাত ৯টা ৫ মিনিটে আবারও ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে একপর্যায়ে কল কেটে দেন হুমিকাদাতা। পরে আমি আমার সহকর্মী বৈশাখী টেলিভিশনের সুমনকে ঘটনাটি বললে সে ওই নাম্বারে কল দেয়, তাকেও ফোন রিসিভ করে অকথ্য ভাষায় গালাগালি করেছে অপর প্রান্তে থাকা ব্যক্তি।'

বৈশাখী টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমন বলেন, 'ঘটনা শুনে আমি ফোন দিলে আমাকেও অকথ্য ভাষায় গালাগালি করেছে। এভাবে একজন সাংবাদিকে ফোনে হুমকি আসা খুব চিন্তার বিষয়।'

এঘটনায় উদ্বেগ প্রকাশ করে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি বলেন, 'সংবাদকর্মীরা প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। সে দিক দিয়ে বিবেচনা করে দেখলে রশিদকে ২৪ ঘন্টার মধ্যে হত্যার হুমকি বিষয়টি সংবাদকর্মীদের জন্য একটি অশনিসংকেত। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।'

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, 'আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭