ইনসাইড বাংলাদেশ

বিমানবন্দরে ৪৩ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক


প্রকাশ: 28/08/2023


Thumbnail

দুবাইফেরত মহেশখালীর রেজাউল ৪৩ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক।

 

রবিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা দুবাই থেকে আসা ফ্লাইটে অভিযান চালিয়ে মোহাম্মদ রেজাউল করিমের ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৩ লাখ টাকার সমমূল্যের আধা কেজি স্বর্ণ জব্দ করে।

 

এই বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বলেন, রেজাউল সকাল ৯টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এই সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ৫টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের পিণ্ড ও ৫টি রিং সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়।’

 

উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

আটক রেজাউল করিম মহেশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড ঘোনার পাড়ার আবুল হোসেনের পুত্র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭