ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ১৩ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

প্রতিদিনের খেলার টুকরো খবর নিয়ে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়োজন এক নজরে খেলাধুলা

সোমবারের খেলার টুকরো খবর

ক্রিকেট
নিদাহাস ট্রফি
ভারত-শ্রীলঙ্কা
 
কলম্বোয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতেছে ভারত। স্বাগতিকদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় রোহিত শর্মার দল। এ নিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে জিতল পরে ব্যাটিং করা দল। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়। টানা দ্বিতীয় হারের স্বাদ পেল স্বাগতিক শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫২/৯ (গুনাথিলাকা ১৭, মেন্ডিস ৫৫, পেরেরা ৩, থারাঙ্গা ২২, থিসারা ১৫, জিবন ১, শানাকা ১৯, দনঞ্জয়া ৫, লাকমল ৫*, চামিরা ০, প্রদিপ ০*; উনাদকাট ১/৩৩, ওয়াশিংটন ২/২১, ঠাকুর ৪/২৭, চেহেল ১/৩৪, শঙ্র ১/৩০, রায়না ০/৬)

ভারত: ১৭.৩ ওভারে ১৫৩/৪ (রোহিত ১১, ধাওয়ান ৮, রাহুল ১৮, রায়না ২৭, পান্ডে ৪২*, কার্তিক ৩৯*; লাকমল ০/১৯, দনঞ্জয়া ২/১৯, চামিরা ০/৩৩, প্রদিপ ১/৩০, জিবন ১/৩৪, থিসারা ০/১৭)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শার্দুল ঠাকুর

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন

চারদিনেই ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের ক্ল্যাসিক সেঞ্চুরির পর গতকালই কাগিসো রাবাদা নিয়ে রেখেছিলেন ৩ উইকেট। আজ সেটাকে ৫ উইকেট বানিয়ে ফেললেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার দেওয়া ১০১ রানের লক্ষ্য ডি ভিলিয়ার্সরা ছুঁয়ে ফেলেছেন ৪ উইকেট খরচায়।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৪৩ অল-আউট (ওয়ার্নার ৬৩, ব্যানক্রফট ৩৮, পেইন ৩৬, রাবাদা ৫/৯৬, এনগিডি ৩/৫১, ফিল্যান্ডার ২/২৫) ও ২৩৯ অল-আউট (খাওয়াজা ৭৫, মার্শ ৪৫, রাবাদা ৬/৫৪,এনগিডি ২/২৪)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৮২ অল-আউট (ডি ভিলিয়ার্স ১২৬*, এলগার ৫৭, আমলা ৫৬, কামিন্স ৩/৭৯, মার্শ ২/২৬) ও ২য় ইনিংস ১০২/৪ (ডি ভিলিয়ার্স ২৮, আমলা ২৭, লায়ন ২/৪৪)

ফল: দঃ আফ্রিকা ৬ উইকেটে জয়ী, ৪ ম্যাচের সিরিজে ১-১ সমতা।

মঙ্গলবারের খেলাধুলা

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রোমা-শাখতার

রাত ১-৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১

ম্যানচেস্টার ইউনাইটেড-সেভিয়া
রাত ১-৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২

ইন্ডিয়ান সুপার লিগ
চেন্নাইয়িন-গোয়া

রাত ৮-৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২

টেনিস: ইন্ডিয়ান ওয়েলস
রাত ১২টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন

টি-টোয়েন্টি: মুম্বাই লিগ
বেলা ৩-৪৫ মিনিটে ও সন্ধ্যা ৭-৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭