ইনসাইড পলিটিক্স

১৬০ বিশ্বনেতার পত্রিকায় বিবৃতি, খরচ হয়েছে দুই মিলিয়ন ডলার: ওবায়দুল কাদের


প্রকাশ: 30/08/2023


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যে ১৬০ বিশ্বনেতা পত্রিকায় বিবৃতি দিয়েছেন, সে জন্য দুই মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। এত টাকা ড. ইউনূস কোথায় পেয়েছেন, সে প্রশ্নও তোলেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে সচিবালয় ক্লিনিক চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তিনি সিঙ্গাপুর গেছেন চিকিৎসা করতে। সেখানে বসে তিনি ড. ইউনূসকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যা দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ইউনূস কোনো শোক প্রকাশ করেননি। জাতীয় চার নেতাকে হত্যার পর একটা কথাও বলেননি।

ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস কখনো শহীদ মিনারে গেছেন? স্মৃতিসৌধে কখনো গেছেন? দেশের বন্যা–দুর্যোগে তাঁকে কখনো দেখা গেছে?  করোনা মহামারির সময়ে তিনি কোনো কথা বলেছেন? বলেননি। দেশে রক্তের বন্যা বয়ে যায়, তিনি কথা বলেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, যে মানুষ বাংলাদেশের সুখে–দুঃখে নেই, তাঁর জন্য মির্জা ফখরুল ইসলামের এত মায়াকান্না কেন? এত দরদ কেন?

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, আন্দোলন জমে না। তাই নতুন করে ইউনূসকে দিয়ে শুরু করেছেন। যিনি এক-এগারোর সঙ্গে জড়িত। বিশ্বনেতারা ইউনূসের বিরুদ্ধে মামলা স্থগিতের অনুরোধ করেছেন। বিবৃতিতে তাঁরা আবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাও বলেছেন। এটা হচ্ছে নির্বাচনকে বানচালের চক্রান্ত। বাংলার মাটিতে এ অশুভ খেলা আমরা খেলতে দেব না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ড. ইউনূস কখনো আমাদের খবর রাখে না। তিনি কখন দেশে আসেন, কখন যান, আমরা জানি না। তাহলে আমরা কেন তাঁর পাশে থাকব। শ্রমিকের টাকা আত্মসাৎ করলে কেউ কি আইনের ঊর্ধ্বে থাকবেন?’

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব সিঙ্গাপুর থেকে প্রতিদিন বিবৃতি দেন। আমিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাই। কিন্তু কখনো সেখান থেকে বিবৃতি দিই না। তাঁকে যদি প্রশ্ন করি, কেন একজনের জন্য বিবৃতি দিলেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তাই বলে কি অপরাধ থেকে অব্যাহতি পাবেন? যিনি শ্রমিকের টাকা আত্মসাৎ করেছেন, তাঁর মতো নোবেলজয়ী আমাদের দরকার নেই।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা বলি আওয়ামী লীগ ফেরেশতা নয়। আমাদের দোষত্রুটি আছে। ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ তিনি বলেন, কেউ বলছেন এখন একটি ডিমের দাম ১৪ টাকা। বিএনপির সময়ে ছিল ৬ টাকা। মনে রাখতে হবে, এ সময়ে পোশাক খাতে বেতন কত বেড়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন কত বেড়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।’

স্বপন ভট্টাচার্য বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সব ষড়যন্ত্র প্রতিহত করে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

আলোচনা সভায় মন্ত্রীরা সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, কারও প্ররোচনায় আপনারা কর্মবিরতি করবেন না। বর্তমানের উন্নয়ন অভিযাত্রায় কর্মচারীরা সরকারের পাশে থাকবে, এমন প্রত্যাশার কথা বলেন মন্ত্রীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭