ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিনিময়ে ফিলিস্তিনকে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব সৌদি আরবের


প্রকাশ: 31/08/2023


Thumbnail

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে জানিয়েছে, গত এপ্রিল মাসে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরব সফরের গেলে যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাকে অর্থ সহায়তা আবার চালুর প্রস্তাব দেন।

সৌদি যুবরাজ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন, যদি তিনি পশ্চিম তীরে সমস্ত এলাকার ওপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং এসব এলাকা থেকে প্রতিরোধ যোদ্ধাদের দূরে সরাতে পারেন তাহলে সৌদি তহবিল আবার চালু হবে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকণের জন্য যেকোনো ধরনের চুক্তি ফিলিস্তিনের জন্য ক্ষতির কারণ হবে না এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি করবে না বলেও দাবি করেন সৌদি যুবরাজ।

ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ আশা করছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে সম্মত হবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭