ইনসাইড বাংলাদেশ

জামিন স্থগিত হয়নি, বুধবার ফুল বেঞ্চে শুনানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে শুনানি হয়। তবে চেম্বার আদালত বেগম জিয়ার জামিন স্থগিত করেনি। আর আগামীকাল বুধবার এ বিষয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি করা হয়েছে। প্রথম আবেদনটি করে দুর্নীতি দমন কশিশন (দুদক)। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছিলেন, মঙ্গলবার সকালে দুদকের পক্ষ থেকে জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়।
দুদকের আবেদনের ঘণ্টাখানেক পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দ্বিতীয় আবেদনটি করে রাষ্ট্রপক্ষ।

বয়স ও শারীরিক অসুস্থতাসহ চারটি বিবেচনায় সোমবার হাইকোর্ট জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডিত হতে কারাগারে থাকা বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন।
গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তারেক জিয়াসহ বাকি পাঁচ আসামিদের ১০ করে সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরপরই বেগম জিয়াকে কারগারে নেওয়া হয়। এর পর থেকেই কারাগারে আছেণ বেগম জিয়া।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭