ওয়ার্ল্ড ইনসাইড

সাতশ’ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এমন দূরপাল্লার অস্ত্র মোতায়েন করলো ইউক্রেন


প্রকাশ: 01/09/2023


Thumbnail

রাশিয়াকে লক্ষ্য করে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করেছেন ইউক্রেন। এই অস্ত্র সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন কাজ হল এর সংখ্যা বাড়ানো।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন এমন অস্ত্র মোতায়েন করেছে, যা সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সরাসরি নাম উল্লেখ না করলেও তাদের লক্ষ্য যে রাশিয়া তা বুঝে নিতে অসুবিধা হয় না।

সম্প্রতি রাশিয়ার উপর একাধিক ড্রোন হামলা হয়েছে। স্কভে বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে। তখনই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধের কৌশল বদল করেছে। তারা এবার রাশিয়ার উপর আরও বেশি আক্রমণ শানাতে চাইছে। এবার দূরপাল্লার অস্ত্রের কথা বলে সেই ইঙ্গিতই দিলেন জেলেনস্কি।

এই অস্ত্র ইউক্রেনেই তৈরি হয়েছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

জেলেনস্কি টুইট করে বলেছেন, “আমাদের হাতে সাতশ কিলোমিটার পাল্লার অস্ত্র এসে গেছে। এখন লক্ষ্য, এর সংখ্যা বাড়ানো।”

ইউক্রেনের পশ্চিমা বন্ধু দেশগুলো তাদের অস্ত্র দেওয়ার আগে বলে দিয়েছে যে, সেই অস্ত্র তারা রাশিয়ার এলাকায় ব্যবহার করতে পারবে না।

ইউক্রেনের সেনা ঝাপোরিজঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে।

তবে গত একমাস ধরে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা করছে ইউক্রেন। মস্কো-সহ বিভিন্ন শহরে তারা এই হামলা চালিয়েছে।

থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্য়াটেজিক স্টাডিস গত সপ্তাহে জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার সেনাদের মনোবল ভাঙতে চাইছে। রাশিয়ার কম্যান্ডারদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে।

সূত্র: আল জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭