ইনসাইড গ্রাউন্ড

আকরামের চোখে বাবর নন, এগিয়ে কোহলি


প্রকাশ: 02/09/2023


Thumbnail

বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনায় কোহলিকেই এগিয়ে রাখলেন পাকিস্তানী কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে যসপ্রীত বুমরা আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে তুলনায় আকরামের ভোট আফ্রিদির পক্ষেই।

সম্প্রতি ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে এমনটাই উত্তর দিয়েছেন ওয়াসিম আকরাম।

কোহলি ও বাবরের মধ্যে কে সেরা? পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রশ্নটা কঠিন। এই জন্যই তো আমি নির্বাচক হই না। পাকিস্তানে হয়তো অনেকেই সমালোচনা করবে, তবে আমি অবশ্যই বাবরের চেয়ে কোহলিকে এগিয়ে রাখব। বাবর কোহলির পথেই আছে, কোনো সন্দেহ নেই। বাবরও একজন আধুনিক কিংবদন্তি। সে হয়তো কোহলিকে ছুঁয়ে ফেলবে, তবে তাতে সময় লাগবে।’

ব্যাটিং-এ কোহলিকে এগিয়ে রাখলেও পেসার হিসেবে বুমরার চেয়ে আফ্রিদিকে এগিয়ে রাখছেন আকরাম। কেন আফ্রিদিকে এগিয়ে রাখছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আকরাম, ‘বুমরার চেয়ে আমি আফ্রিদিকে এগিয়ে রাখব। একজন বাঁহাতি পেসার হিসেবে ও আমাকে স্টার্কের কথা মনে করিয়ে দেয়। দুজনই শুরুতে ফুল লেংথে উইকেট নেওয়ার জন্য বল করে। এই কারণেই ওকে আমার পছন্দ।’

কে সেরা, এই প্রশ্নে সমর্থকদের মধ্যে বৈরিতা থাকলেও এই দুই ক্রিকেটারের মধ্যে সেই মনোভাব নেই। উল্টো একে অন্যকে প্রায়ই প্রশংসায় ভাসান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭