ইনসাইড গ্রাউন্ড

বাঁচা-মরার লড়াইয়ে টাইগারদের সামনে ৩ চ্যালেঞ্জ


প্রকাশ: 03/09/2023


Thumbnail

এশিয়া কাপে নিয়ে অনেকেই অনেক স্বপ্ন দেখিয়েছেন। ফাইনাল খেলবে বাংলাদেশ। অনেকে এশিয়া কাপ জেতার স্বপ্নও দেখিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে বাস্তবতার ধাক্কাটা জোরেশোরেই খেয়েছে টাইগাররা। দ্বিতীয় রাউন্ডে উঠবে কিনা এখন চলছে সেই হিসেব নিকেশ। 

যদিও পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ। কিন্তু চ্যালেঞ্জটা মোটেও সহজ হতে যাচ্ছে না সেটি বুঝতে খুব বেশি ক্রিকেট বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই। 

আফগান মিশনে সফল হতে হলে টিম টাইগারকে ৩টি সমস্যার সামাধান নিয়ে আজকের ম্যাচে মাঠে নামতে হবে। 

প্রথমত, বাংলাদেশের ওপেনার জুটি। টাইগারদের ওপেনার সংকট এখন বিষকাঁটার মতই দলকে ভোগাচ্ছে। তামিম ইকবালের ইনজুরির পর বাংলাদেশ খুঁজছিল ব্যাকয়াপ ওপেনার। কিন্তু হঠাৎ জ্বরে দ্বিতীয় ওপেনার লিটন এশিয়া কাপ থেকে ছিটকে যাবার পর। দুটি নতুন ওপেনার নিয়ে দল সাজাতে হয়েছে। এবং দুইজনই ব্যর্থ। জুনিয়র তামিম ২ বলে ০ ও নাঈম শেখ করেন ১৬ রান।

এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টে আগে কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এমন একজনকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়া কতটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল সেই একটি বড় প্রশ্ন। অন্যদিকে বার বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না নাঈম শেখ। আফগানদের বিপক্ষের বাংলাদেশের ওপেনিং জুটিতে কোন পরিবর্তন আসলে অবাক হবার কিছু থাকবে না। জুনিয়র তামিমের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন অভিজ্ঞ এনামুল হক।

দ্বিতীয়ত, আফগান ঘুর্নি। নিঃসন্দেহে আফগানিস্তানের বোলিং লাইনআপ বিশেষ করে তাদের স্পিন বিভাগ বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। আফগান তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের কাছে আগেও নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। যদিও বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে সাকিব আল হাসানরা প্রস্তুত আছেন বলেই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খুবই সতর্ক আছি।‘ আফগানদের স্পিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে তবেই বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন টিকে থাকবে। 

তৃতীয়ত, নেট রানরেট। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের নেট রানরেট এখন মাইনাসের ঘরে। বাংলাদেশ আজকের ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। যদি সেই ম্যাচ আফগানিস্তান জিতে যায় তাহলেই শুরু হবে নেট রানরেটের হিসাব নিকাশ। সুতরাং আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় নয়, মোটামুটি বড় ব্যবধানে জয়ী হতে হবে সাকিব আল হাসানদের। 

বিকেল সাড়ে ৩টায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই দেশের বিমান ধরতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। আর জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। বাঁচা-মরার লড়াইয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে টাইগাররা আজকে ম্যাচে গর্জে উঠতে পারে কিনা সেটি দেখবার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭