ইনসাইড গ্রাউন্ড

নেপালের দুর্ঘটনায় লা লিগার সমবেদনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

গতকাল সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। এই বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ পুরো বিশ্ব। আর এমন দুর্ঘটনার খবর শোনার পর সমবেদনা জানিয়েছে লা লিগার কর্তৃপক্ষও। লা লিগা স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি দিয়ে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে লা লিগা। সেখানে তারা লিখেছে, `সোমবার কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পাশে আছে লা লিগা।`

নেপালের এই বিমান দুর্ঘটনায় মোট ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন ২৮ জন বাংলাদেশিও। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ জন ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। 


বাংলা ইনসাইডার/ডিআর






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭