ইনসাইড বাংলাদেশ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

নেপালে বিমান বিধ্বস্ত হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরে নির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার সিঙ্গাপুর যান।

এর আগে সিঙ্গাপুর থাকা অবস্থায়ই প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে শোক প্রকাশ করেন এবং নেপালের প্রধানমন্ত্রী খড়গা প্রসাদ শর্মা অলির সঙ্গে ফোনে কথা বলেন। পরে সিঙ্গাপুর থেকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নেপাল সরকারকে সব রকম সহযোগিতার কথা বলেন।

ভিডিও বার্তায় শুরুতেই শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, `এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। দুর্ঘটনার পরপরই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।সেও (নেপালের প্রধানমন্ত্রী) গভীর শোক জানায়। সেখানে আমাদের বাংলাদেশের যাত্রী ছিলেন, নেপালের যাত্রী ছিলেন। চায়না মালদ্বীপসহ কয়েকটা দেশের যাত্রী ছিলেন।`

বাংলা  ইনসাইডার/এসএ/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭