ইনসাইড বাংলাদেশ

বিধ্বস্ত বিমানের কেবিন ক্রু জীবিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার বিমানের এক কেবিন ক্রু বেঁচে আছেন। শারমিন আখতার নামের ওই কেবিন ক্রুর জীবিত থাকার কথা জানিয়েছেন নেপালের মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতালের এক মুখপাত্র।

এর আগে বিমানের পাইলট কো পাইলট সহ চারজন ক্রুই নিহত হয়েছেন বলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ ও বিশ্বের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছিল।

নেপালের মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতালের মুখপাত্র বাংলাদেশে একটি ইংরেজি গণমাধ্যমকে জানিয়েছেন, কেবিন ক্রু শারমিন জীবিত আছেন এবং তাঁকে ওই হাসপাতালে কসমেটিক সার্জারি অংশে রাখা হয়েছে।

আর ইউএস বাংলার তালিকা সূত্রেও কেবিন ক্রু শারমিনের বিধ্বস্ত ফ্লাইটে থাকার কথা নিশ্চিত হওয়া যায়।

সোমবার দুপুর ২ টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। ওই বিমানে চার কেবিন ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আর বিমানের পাইলট আবিদ সুলতানকে ঘটনার পর জীবিত উদ্ধার করা হলেও মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। 

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭