ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের ওডেসা অঞ্চলে ১৭টি রুশ ড্রোন ভূপাতিত


প্রকাশ: 04/09/2023


Thumbnail

ইউক্রেনের সেনারা দক্ষিণ ওডেসা অঞ্চলে ১৭টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। ওডেসায় এ হামলার পর আগুন নেভাতে কাজ করছে ইউক্রেনীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ন্যাটো সদস্য রোমানিয়ার সীমান্তবর্তী ড্যানিউব নদীর তীরবর্তী একটি জেলায় বিমান হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে সিএনএনের খবর অনুসারে এ তথ্য জানা যায়।

ওই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে লিখেছেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ১৭টি ড্রোন ভূপাতিত করেছে। ইজমাইল জেলার বেশ কয়েকটি বসতিতে গুদাম এবং উৎপাদন ভবন, কৃষি যন্ত্রপাতি এবং শিল্প উদ্যোগের সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতারাতি চালানো ওই হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭