ওয়ার্ল্ড ইনসাইড

অস্ত্র নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন কিম


প্রকাশ: 05/09/2023


Thumbnail

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। চলতি মাসেই তিনি এ সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। অস্ত্র নিয়ে আলোচনা করতেই এই সফর এমনটাই মনে করছেন অনেকে।

মার্কিন কর্মকর্তার বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়া মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। পরিকল্পিত বৈঠকের সঠিক অবস্থান কোথায় হবে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।

উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে অন্যান্য মার্কিন মিডিয়ায় এই প্রতিবেদন প্রকাশিত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছে যে  কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে রাশিয়া ভ্রমণ করবেন।

এদিকে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছেদুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার নতুন তথ্য পাওয়া গেছে। এরপর দুই নেতার বৈঠকের বিষয়টি উঠে আসলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭