ইনসাইড পলিটিক্স

আর নয়, এনাফ ইজ এনাফ: মির্জা ফখরুল


প্রকাশ: 05/09/2023


Thumbnail

সরকার পতনের এক দফা আন্দোলনে সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আসুন, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ব। যেখান থেকে আমরা উচ্চারণ করব আর নয় ৷ এক দফা আর এক দাবি ৷ তুমি যাও। এনাফ ইজ এনাফ।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একদফার ভিত্তিতে গণ-অভ্যুত্থান গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় এমন আহ্বান জানান এই বিএনপি নেতা।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে বড় দল, ছোট দল, মাঝারি দল বলে কোনো কথা নাই। বিএনপি নাকি নাগরিক ঐক্য নাকি গণসংহতি আন্দোলন না গণতন্ত্র মঞ্চ এটাও কোনো বড় কথা নয়। আমাদের দেশ, আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত, বিপন্ন। এ দেশের অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সেই দায়িত্ব নিয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ব। যেখান থেকে উচ্চারিত কণ্ঠে আমরা উচ্চারণ করব আর নয় ৷ এক দফা আর এক দাবি ৷ তুমি যাও! এনাফ ইজ এনাফ। এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের সমাজ তৈরি করবার ব্যবস্থা করে দাও। অন্যথায় পালাবার পথটা খুঁজে পাবে না। এটা আমি বারবার বলেছি। আসলে পালানোর পথও পায় না। অতীতে দেখবেন স্বৈরাচারীরা কিন্তু পালাবার পথ খুঁজে পায় নাই।’ বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের অভিনন্দন জানান মির্জা ফখরুল।

ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সেই সময় এসেছে। আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি খুব আনন্দিত হই, প্রথমবারের মতো আজকে আমরা এখানে যাঁরা আছি তার বাইরেও যাঁরা আছেন আমরা সবাই এক হয়েছি একটি দাবি যে, সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেখানে নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭