ওয়ার্ল্ড ইনসাইড

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের ৬ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে দায়িত্বে থাকা ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই দুর্ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। আরও ১০ জন বাংলাদেশি নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বদলি হওয়া ছয়জনই সোমবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্তের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। ওই উড়োজাহাজটি কেন দুর্ঘটনায় পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধার হওয়া অডিও রেকর্ডগুলো থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল বার্তার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসির ছয় কর্মকর্তার বদলিতে এই ধারণা আরও প্রবল হয়ে উঠল।

তবে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, ওই অডিও রেকর্ডের সঙ্গে ছয় কর্মকর্তাকে বদলির কোনো সম্পর্ক নেই।

বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭