ইনসাইড বাংলাদেশ

বেগম জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামী রোববার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে জামিন আদেশে বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। 

সোমবার, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। এদিকে, হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের উপর শুনানি করে নো অর্ডার দিয়ে খালেদা জিয়ার জামিনের বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়।

বাংলা ইনসাইডার/এএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭