ওয়ার্ল্ড ইনসাইড

না ফেরার দেশে স্টিফেন হকিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। এসময় তাঁর বয়স হয়েছিল ৭৬। স্টিফেন হকিং এর পরিবারের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।  ইংল্যান্ডের কেমব্রিজের নিজ দেশে শান্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন হকিং।

হকিং এর তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বিবিসিকে বলেছেন, ‘আমরা দু:খের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি একজন বড় বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাঁর কাজ বহু বছর বেঁচে থাকবে।’

স্টিফেন হকিং ১৯৬২ সাল থেকে মোটর নিউরন রোগে ভুগছিলেন। হকিং এর পরিবার তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করে নি।

হকিংয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁর সাহস, মেধাগত অধ্যবসায় আর সঙ্গে কিছুটা রসিকতা বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।’ হকিং একবার মজা করে বলেছিলেন, ‘এটা মহাবিশ্বই হতো না, যদি এটা তোমাদের ভালোবাসার মানুষদের বাসস্থান না হতো।’ বিশ্ববাসী এখন থেকে তাঁর শূন্যতা অনুভব করবে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭