ইনসাইড বাংলাদেশ

‘ছাত্রদের বলতে চাই আমি ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আজই ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। ছাত্রদের বলতে চাই আমি ভালো আছি।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে আজ বুধবার ছাড়া পেয়ে সাংবাদিকদের কাছে জাফর ইকবাল একথা বলেন। আজই নভেএয়ারের একটি বিমানে তিনি সিলেট ফিরছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে জাফর ইকবাল বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত মানুষ। এত ব্যস্ততার মাঝেও তিনি আমার খোঁজ রেখেছেন, আমাকে দেখে গেছেন, আঘাত থেকে যেন কোনো ইনফেকশন না হয় তা হাসপাতাল কর্তৃপক্ষকে বলে গেছেন।  

একই সঙ্গে জাফর ইকবাল সিএমএইচএর চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাফর ইকবাল বলেছেন, হামলাকারীর ওপর আমার কোনো ক্ষোভ নেই। তাঁর জন্য আমার দু:খ হয়। এরকম ভাবে কেউ যেন বাংলাদেশে গড়ে না।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৩ মার্চ এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা করা হয়। হামলার পর ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওইদিনই উন্নত চিকিৎসার জন্য ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচ আনা হয় ।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭