ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে: ১৪ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন:

ভারতে মাইন বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের মাইন বিস্ফোরণে পুলিশের সেন্ট্রাল রিজার্ভ ইউনিটের ৮ সদস্য নিহত হয়েছে। তারা জানিয়েছে, ছত্তিশগড়ের সুকমা জেলায় ওই বিস্ফোরণ ঘটানো হয়।

যুক্তরাজ্যে রুশনারা আলী ও রুপা হককে মুসলিমবিদ্বেষী চিঠি

যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষী চিঠি পেলেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি রুশনারা আলী এবং রুপা হক। দেশটির মোট চারজন মুসলিম এমপি এমন চিঠি পেয়েছেন।

আফরিন ঘেরাও করেছে তুর্কিবাহিনী

সিরিয়ায় আফরিন শহরকে ঘেরাও করেছে রেখেছে তুর্কি বাহিনী। আফরিন ছাড়াও সেখানকার দক্ষিণ-পশ্চিমের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাও এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলা করা হয়েছে। তবে এ ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার গাজা উপত্যকায় বিরল সফরে যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়া‌তে পিতৃত্ব ছুটি এক মাস

ইন্দোনেশিয়ার এক মাসের পিতৃত্ব ছুটি চালু করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে কর্মরত পুরুষ কর্মীরা সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের জন্য এ ছুটি নিতে পারবেন। লিঙ্গ সমতাকে সমর্থনের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭