ইনসাইড গ্রাউন্ড

‘অনেকদিন পর ব্যাটিং করছি, খুব ভালো লাগছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

ইনজুরির কারণে অনেকদিন ধরে মাঠের বাইরে জাতীয় দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের টেস্ট ও টি-২০ সিরিজে। তবে নিদাহাস ট্রফির আগে সুস্থ হয়ে মাঠে ফেরার কথা থাকলেও সেরে না ওঠায়  শেষ মুহুর্তে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় বিসিবি।

উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাকিব সিঙ্গাপুর গিয়েছেন কিন্তু ইনজুরির নিয়ে হতাশা কমেনি। এরপর সাকিব যান অস্ট্রেলিয়াতে। সেখানে চিকিৎসকরা তাঁর ইনজুরি পর্যবেক্ষণ করেন। ক্ষত সারাতে একটি ইনজেকশন দেন। এ বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়াতে সাকিবের চিকিৎসা শেষ। চিকিৎসকদের মতে, আশা করা যায় আগামী ৭-১০ দিনের মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবেন।’

ইতিমধ্যেই সম্ভাব্য সবকিছুই করছেন দ্রুত সুস্থ হয়ে উঠতে মরিয়া সাকিব। আশার কথা, সাকিবের ইনজুরি ধীরে ধীরে উন্নতির পথে, আর সাকিবও হাতে নিয়েছেন ব্যাট। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গতকাল মিরপুরে ব্যাটিং অনুশীলন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আর ব্যাটিং করতে পেরে বেশ খুশি সাকিব। তিনি বলেন, ‘আজ অনেকদিন পর ব্যাটিং করছি, খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে পারবো।’


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭