কোর্ট ইনসাইড

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অপসারণের প্রক্রিয়া শুরু


প্রকাশ: 07/09/2023


Thumbnail

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সর করতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো এবং তিনি বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে সরকারের আইন কর্মকর্তা ডে পুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এমরান আহমেদের অপসারণ সুপারিশ করে ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে বলে জানা গেছে।

এরপর অনুমদনের জন্য ফাইলটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির অনুমোদন হলেই এমরান আহমেদ ভূঁইয়াকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অপসারণ করা হবে।

এর আগে অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি দেখবো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত ডিপুটি। তিনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তবে হয় তাকে পদত্যাগ করে কথা বলতে হবে, অথবা তাকে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, তিনি এমনটা করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭