ইনসাইড বাংলাদেশ

ঢাকায় উড়ালসড়ক অলৌকিক নাকি বিপ্লব : দিল্লির চিঠি


প্রকাশ: 08/09/2023


Thumbnail

ঢাকা নগরীর রাস্তায় যানজট ঘটে না। সেখানে রাস্তায় গাড়ি আটকে থাকে। খুব ধীরে ধীরে এগোয়। খড়ম পায়ে দীর্ঘ পথযাত্রার মতো দশা। এ খড়মে কোনো সুখ নেই। বিমানবন্দর থেকে নগরীর জনবহুল আরেক প্রান্তে ঢাকা ক্লাবের মতো গন্তব্যে পৌঁছাতে ২ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে দুঃসহ যাতনার প্রভাবে মূত্রথলির আশপাশে সৃষ্টি হয় বেদনা। বাসের যে চালকরা ইঞ্চি ইঞ্চি করে তাদের যানটি এগিয়ে নেন, তাদের মূত্রাশয় অবশ্যই ইস্পাতে তৈরি। 

দেরিতে এলে যে? প্রশ্নের জবাবে সবারই তর্কাতীত একটা যুক্তি খাড়া। যানজট! এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের রয়েছে দূরদর্শী পরামর্শ : ‘ফ্লাইটের সাড়ে ৩ ঘণ্টা আগে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিন।’

হঠাৎ করে শনিবার ২ সেপ্টেম্বর সমস্যাটি অতীতের বিষয় হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন উদ্বোধন করলেন এমন এক উড়ালসড়কের, যা নির্মাণ করা হয়েছে ঢাকা নগরীর কেন্দ্রভাগ জুড়ে। গাড়ি চেপে পার হতে লাগে ১২ মিনিটের মতো। শুনতে পণ্ডিতিচালের কথা মনে হলেও সাবধানে মেপে মেপে বলছি : এটা অলৌকিক, নাকি বিপ্লব? হ্যাঁ বিপ্লব। অলৌকিকতা তো ঐশ্বরিক। এ বিপ্লবটা সাধন করলেন এক নারী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম তার চালকের কাছে জানতে চাইলাম, তার জীবদ্দশায় এরকম একটা পরিবর্তন ঘটতে তিনি ভেবেছেন?

তার উত্তর : এটা অলৌকিক ব্যাপার।

লেখক: এম জে আকবর, প্রখ্যাত ভারতীয় সাংবাদিক ও রাজনীতিক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭