ইনসাইড গ্রাউন্ড

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশ: 08/09/2023


Thumbnail

এশিয়া কাপে সাকিবদের পাকিস্তান মিশন শেষ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘হাইব্রিড’ এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেছেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ের উচ্ছ্বাস এবং পাকিস্তানের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে বৃহস্পতিবার লাহোর ছেড়েছেন সাকিবরা। 

সুপার ফোরের অবশিষ্ট দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার বিকালে পা রেখেছে শ্রীলংকার কলম্বোয়। দ্বীপরাষ্ট্রে একটি ম্যাচ অবশ্য আগেই খেলেছে সাকিব বাহিনী। আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে হেরেছিল ৫ উইকেটে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আগামীকাল স্বাগতিক শ্রীলংকা এবং ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। 

এই ম্যাচের আগে উভয় দল ৫২টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৪১টিতে জয় পায় শ্রীলংকা। আর ৯টিতে জয় পায় বাংলাদেশ।

অতীতের পরিসংখ্যানে একধাপ এগিয়ে শ্রীলংকা। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। সেই হিসাবে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭