ইনসাইড বাংলাদেশ

লাশ শনাক্তে চারদিন, ডিএনএ টেস্টে ২১ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের লাশ শনাক্ত করতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। আর একেবারে পুড়ে যাওয়া লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে। এক্ষেত্রে কোনো লাশ শনাক্তে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নিহতদের মধ্যে ৭-৮ জনের লাশ শনাক্ত করার মত অবস্থায় নেই। তাদের পরিবার থেকে আবেদনপত্র গ্রহণ করে ডিএনএ পরীক্ষা করা হবে। এর মাধ্যমে লাশ লাশ সনান্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সোমবার দুপুর ২ টা ২০ মিনিটে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি বিমান। ৭৮ জন ধারণক্ষমতার বিমানটিতে ৪ ক্রুসহ যাত্রী ছিলেন ৭১ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশত নিহত হয়েছেন, যার বেশিরভাগই বাংলাদেশি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭