ইনসাইড গ্রাউন্ড

মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা


প্রকাশ: 09/09/2023


Thumbnail

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা্র বিপক্ষে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। শ্রীলংকা একটি রেকর্ড গড়ার জন্য ব্যাকুল। আজ জিতলে ওডিআইতে টানা ১৩তম জয়ের স্বাদ পাবে তারা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল।

তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের রেকর্ড বেশ ভালো। গত চার ম্যাচের মধ্যে দু'টিতেই জয় পেয়েছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৯ বার জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪১ বার। দু'টিতে হেরেছে। আজ কি জিততে পারবেন সাকিব আল হাসানরা! সুপার ফোরে বাংলাদেশ এরপর ভারতের মুখোমুখি হবে। ফাইনাল খেলতে হলে দু'টি ম্যাচেই জয় প্রয়োজন টাইগারদের।

এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বেশ ভালো করছেন। শান্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তিনি ১৯৩ রান করেছেন। অন্যদিকে তিনে থাকা মিরাজ করেছেন ১১৭ রান। এ তালিকায় দুই নম্বরে আছেন বাবর আজম। বোলিংয়ে অবশ্য পাকিস্তানি বোলাররাই এগিয়ে। হারিস রউফ ৯টি উইকেট শিকার করে আছেন শীর্ষে। ৭টি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা্। এশিয়া কাপেও গ্রুপ পর্বে অপরাজিত তারা। তাই বাংলাদেশের তুলনায় টুর্নামেন্টের অধিকতর সফল দল লঙ্কানরাপরিসংখ্যানই বলছে সে কথা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭