ইনসাইড বাংলাদেশ

কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2018


Thumbnail

হাইকোর্ট মোড়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্চ করে ছাত্রছাত্রীদের উপর। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এই ঘটনায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে স্মারকলিপি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

এসময় তাদের হাতে বিভিন্ন দাবী দাওয়া সংবলিত ব্যানার ফেস্টুন দেখা যায় ‘দাবি মোদের একটাই, কোটার সংস্কার চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ‘কোটা সংরক্ষণ বন্ধ করো, মেধাবীদের সুযোগ দাও’ বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা সংস্কার ও পরিবর্তন করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি আন্দোলনকারীদের।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭